মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

একতরফা নির্বাচনে সংকট আরও তীব্র হবে : জমিয়ত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, দেশের অধিকাংশ মানুষ ৭ জানুয়ারির একতরফা ভোট চায় না। এই একতরফা নির্বাচনের মাধ্যমে দেশে সংকট আরও তীব্র হবে। দেশ অনিশ্চয়তার দিকে ধাবিত হবে। গতকাল রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। মাওলানা আফেন্দী বলেন, নির্বাচন বলতে যা বুঝায়- প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা প্রচারণায় উৎসব এর সবকিছুই অনুপস্থিত। এ নির্বাচনে জনমত প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ নেই। জনগণের চাওয়া এ ভোটে পূরণ না হওয়ায় জমিয়ত অংশ নেয়নি। তিনি বলেন, এর সমাধান হচ্ছে তফসিল বাতিল করে সংলাপের মাধ্যমে সমঝোতায় নিরপেক্ষ নির্বাচনের স্থায়ী ব্যবস্থা খুঁজে বের করা। তিনি বলেন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর