শিরোনাম
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

পরীক্ষামূলক উৎপাদনে মাতারবাড়ী দ্বিতীয় ইউনিট

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষামূলকভাবে উৎপাদন কার্যক্রম শুরু করেছে মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিকাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট (৬০০ মেগাওয়াট)। এর আগে ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন। আর ১৮ ডিসেম্বর এর প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। দুই ইউনিট মিলিয়ে বিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ২৪ ডিসেম্বর দুপুর ১২টায় দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন ২৯ জুলাই শুরু হয় এবং ১৮ ডিসেম্বর রাত ১২টা থেকে জাতীয় গ্রিডে সংযুক্ত হয়ে বাণিজ্যিকভাবে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যায়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, অত্যাধুনিক প্রযুক্তির এ বিদ্যুৎ কেন্দ্র এবং পোর্ট নির্মাণের বাজেট প্রায় ৫১ হাজার ৮৫৪ কোটি টাকা। বিজয়ের মাসে বাংলাদেশের অর্জনে যোগ হলো আরেকটি মাইলফলক। সোমবার সফলভাবে পরীক্ষামূলক উৎপাদনে এসেছে বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট। নির্ধারিত সময়ের মধ্যেই দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদনে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর