বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ১৪৯ জিপিএ-৫ পেল আরও ২৩৬

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল গতকাল প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা গেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকায় মোট ২ হাজার ২৩৭ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ১৪৯ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩৬ জন পরীক্ষার্থী। মাদরাসা বোর্ডের আলিমের ফল পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন। ফেল থেকে ৩১ জন পাস করেছেন। এ ছাড়া জিপিএ বেড়েছে ৬৮ জনের। যশোর বোর্ডে ২৬৪ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩৬ জন। আর নতুন করে ৪২ জন জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে দুজন ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। ময়মনসিংহ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৮ জন। এ বোর্ডে মোট ফলাফল পরিবর্তন হয়েছে ৮২১ জনের। ফেল থেকে পাস করেছেন ৪৮৩ জন। দিনাজপুর বোর্ডে এইচএসসির ফল নিরীক্ষণে ৩৩ জন শিক্ষার্থী নতুনভাবে জিপিএ-৫ পেয়েছেন।

সর্বশেষ খবর