বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাপাকে ছাড় দিতে নারাজ আওয়ামী লীগ

চট্টগ্রাম-৮

ইমরান এমি, চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। তবে এ আসনে জাতীয় পার্টিকে ছাড় দিতে নারাজ স্থানীয় আওয়ামী লীগ। নিজেদের দুই স্বতন্ত্র প্রার্থীকে নিয়েই স্থানীয় আওয়ামী লীগ দুই ধারায় বিভক্ত হয়ে নেমেছে ভোট উৎসবে। ফলে ছাড় পেয়েও বিজয়ের দেখা পাবে কি না সংশয়ে জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ। বোয়ালখালী পৌর মেয়র ও দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, যে দুজন স্বতন্ত্র প্রার্থী আছেন তাঁরা আওয়ামী লীগ নেতা। তাঁরা এলাকার বাসিন্দা হিসেবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্ক রয়েছে। যার কারণে নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে কাজ করছেন। এখন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে অন্য দলের কোনো প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা আসেনি যুবলীগের কাছে এবং উপজেলা আওয়ামী লীগও পায়নি। তাই নেতা-কর্মীরা নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ লাঙল প্রতীকের সমর্থনে গণসংযোগ করছেন। তাঁর সঙ্গে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকে দেখা যায়নি। তবে দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের পক্ষে প্রচারে নেমেছেন আওয়ামী লীগের একটি অংশ, যারা মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। অন্য স্বতন্ত্র প্রার্থী জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী কিষাণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। তাঁর সমর্থনে ইতোমধ্যে বোয়ালখালীতে প্রচার চালিয়েছেন আ জ ম নাছির উদ্দিন, আসনটির বর্তমান এমপি নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আলম মাহমদুসহ নাছির অনুসারীরা। ফলে আসনটি জাতীয় পার্টিকে ছাড় দিলেও আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কোনো নেতা-কর্মীর সমর্থন পাচ্ছে না দলটি।

জানা যায়, চট্টগ্রাম-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন। তাঁরা হলেন জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, ইসলামিক ফ্রন্টের সৈয়দ ফরিদ উদ্দীন, ইসলামী ফ্রন্টের আবদুন নবী, বিএনএফের আবুল কালাম আজাদ, তৃণমূল বিএনপির সন্তোষ শর্মা, বাংলাদেশ কংগ্রেসের মহিবুর রহমান বুলবুল, কল্যাণ পার্টির মো. ইলিয়াছ এবং স্বতন্ত্র আবদুচ ছালাম ও বিজয় কুমার চৌধুরী কিষাণ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর