শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সুখবর চট্টগ্রাম বন্দর ঘিরে

বার্থ কার্গো হ্যান্ডলিংয়ের রেকর্ড, ‘থ্রি মিলিয়নিয়ার পোর্ট ক্লাব মর্যাদা অক্ষুণ্ণ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

দেশের অর্থনীতির প্রাণ ভোমরা চট্টগ্রাম বন্দর একগুচ্ছ সুসংবাদ দিয়ে শেষ করছে বছর। বিশ্ববাণিজ্যের মন্দার মধ্যেই ‘থ্রি মিলিয়নিয়ার’ পোর্ট ক্লাবে নিজেদের অবস্থান অক্ষণ্ণ রেখেছে। বার্থ কার্গো হ্যান্ডলিংয়ে করেছে নতুন রেকর্ড। আগামী বছর আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন হচ্ছে মহেশখালীর গভীর সমুদ্রবন্দর ও বে-টার্মিনাল নির্মাণকাজ। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, ‘অর্থনৈতিক মন্দার বছরে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং অসাধারণ সাফল্য দেখিয়েছে। এ বছর থ্রি মিলিয়নিয়ার পোর্ট ক্লাবে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রেখেছে। বার্থ কার্গো হ্যান্ডলিংয়ে গড়েছে নতুন রেকর্ড। বিশ্ব অর্থনীতি মন্দা হলেও আমাদের আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। কনটেইনার ও বার্থ কার্গো হ্যান্ডলিং রেকর্ড তাই বলছে।’ তিনি বলেন, ‘চলতি বছর আনুষ্ঠানিকভাবে মহেশখালীর গভীর সমুদ্রবন্দর ও বে-টার্মিনালের নির্মাণকাজের আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ দুই মেগা প্রকল্পের সুফল দীর্ঘ সময় ভোগ করবে দেশ।’  জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংকট, দেশে ডলার সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও কাঁচামালে সরবরাহ চেইন বিঘ্ন হওয়ার কারণে বিশ্বে আমদানি-রপ্তানি কমেছে তুলনামূলকভাবে। আমদানি-রপ্তানির এমন নিম্নমুখী হওয়ার কারণে ‘থ্রি মিলিয়নিয়ার’ পোর্ট ক্লাব (বছরে ৩ মিলিয়ন বা ৩০ লাখ কনটেইনার হ্যান্ডলিং) থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয় দেশের প্রধান এ সমুদ্রবন্দরের।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর