বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনের দুজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে পদায়ন করা হয়েছে। এ দুই কর্মকর্তা হলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রেহানা পারভীন। এ ছাড়া একজন সিনিয়র সচিবকে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে। সচিব হিসেবে পদোন্নতি পাওয়া মো. রুহুল আমিনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর রেহানা পারভীনকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। ৩১ ডিসেম্বর থেকে দুজনের পদোন্নতি কার্যকর হবে। এ ছাড়াও আরেক প্রজ্ঞাপনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে। অবসরে যাওয়া সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে অবসর স্থগিত করে একই মন্ত্রণালয়ে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদোন্নতির দিনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এস এম ফেরদৌস আলমকে গ্রেড-১ পদোন্নতি দিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)-এর নতুন মহাপরিচালক করা হয়। আর স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকীকে গ্রেড-১ পদোন্নতি দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কারিগরি মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিব অজয় কুমার চক্রবর্তীকে বদলি করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর