শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মেঘনা সিমেন্টের ১০ ভাগ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। গতকাল কোম্পানির ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদন করা হয়। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সাধারণ সভায় সারা দেশ থেকে শেয়ারহোল্ডাররা অংশ গ্রহণ করেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও আলোচ্য বছরে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণাকে কোম্পানির সাফল্যের ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেন শেয়ারহোল্ডাররা। কোম্পানির ঊর্ধ্বতন উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন উপদেষ্টা এ আর রশিদী, নিরপেক্ষ পরিচালক মোহাম্মদ নুরুল করিম, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান, প্রধান অর্থ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, কোম্পানি সচিব মো. আসাদুজ্জামান এসিএসসহ বিধিবদ্ধ নিরীক্ষকগণ। কোম্পানির পরিচালক পর্ষদের পক্ষে মাহবুব হায়দার খান ২০২২-২৩ অর্থবছরের আর্থিক-বিবরণী তুলে ধরে বলেন, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে সিমেন্ট শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিমেন্টের কাঁচামাল আমদানিনির্ভর। ডলারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে কোম্পানি পরিচালনায় নিট নগদ অর্থ প্রবাহ কমে  গেছে। এ কারণে প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানি কমে গিয়েছিল। তারপরও সবার আন্তরিক প্রচেষ্টায় কোম্পানি মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। কোম্পানির ঊর্ধ্বতন উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী বলেন, ডলারের মূল্য বৃদ্ধির কারণে ব্যবসায়িকভাবে সিমেন্ট খাত অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এ সমস্যা আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বের কারণে শিগগিরই কাটিয়ে উঠতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। নানা প্রতিকূলতা ও বিরাজমান মন্দাবস্থা সত্ত্বেও এ পর্যন্ত কোম্পানি সাফল্যের যে ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে, তার জন্য সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং কোম্পানির সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস, ঐকান্তিক ও নিষ্ঠাপূর্ণ সেবাদানকে আমি আন্তরিকতার সঙ্গে স্মরণ করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর