শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কারও আয় অস্বাভাবিক বাড়লে নির্বাচনের পর ব্যবস্থা : কাদের

নিজস্ব প্রতিবেদক

কারও আয় অস্বাভাবিক বাড়লে নির্বাচনের পর ব্যবস্থা : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে বলেছেন, কারও আয় অস্বাভাবিকভাবে বেড়ে থাকলে নির্বাচনের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কারও আয় দৃষ্টিকটুভাবে বেড়ে থাকলে এ মুহূর্তে সরকারের কিছু করার নেই। সরকার এখন রুটিন ওয়ার্ক করছে। সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মরচে ধরে গেছে। জনসমর্থন থাকলে সরকার উৎখাতে তাদের চোরাগোপ্তা হামলা করতে হতো না। বিশেষ করে ২৮ অক্টোবরের নৃশংসতার কারণে বিএনপি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দেশের বিভিন্ন আসনে নির্বাচনি সহিংসতা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটাই স্বাভাবিক। তবে কোনো প্রার্থীই নির্বাচন ছেড়ে যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর