শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোটারদের বাধা বা হুমকি দিলে শাস্তি : ইসি রাশেদা

কুড়িগ্রাম প্রতিনিধি

‘দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেজন্য একটি গণপ্রতিনিধিত্ব আইন করা হয়েছে। ভোটাররা তাদের নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারবেন। এর কোনো ব্যত্যয় ঘটলে, ভোটারদের কেউ বাধা বা হুমকি দিলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক জানালে ব্যবস্থা নেওয়া হবে।’ নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা গতকাল বেলা ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চারটি সংসদীয় আসনের নির্বাচন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, প্রার্থী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম ২২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল মোত্তাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার বিন মোদাসসের আলী, জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর