শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
চট্টগ্রামের দুটি আসনের ভোট

ফটিকছড়িতে চতুর্মুখী লড়াই রাউজানে নির্ভার নৌকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বেশ আলোচনায় রয়েছে ফটিকছড়ি (চট্টগ্রাম-২) আসন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেভিওয়েট প্রার্থীরা। দুটি রাজনৈতিক দলের প্রধানের পাশাপাশি এ আসনে প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ক্ষমতাসীন দলের দুই নেতা। ফলে আসনটিতে ভোটের মাঠে লড়াই হবে চতুর্মুখী। বিপরীতে চট্টগ্রাম-৬ রাউজান আসনে অনেকটা নির্ভার ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের প্রার্থী। দুটি আসনে ভোটের মাঠ ঘুরে এমন তথ্যই পাওয়া গেছে।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নয়জনের মধ্যে ভোটের মাঠে মূল লড়াই হবে বর্তমান এমপি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন মাইজভান্ডারী, আওয়ামী লীগের প্রার্থী খাতিজাতুল আনোয়ার সনি এমপি ও স্বতন্ত্র হুসাইন মুহাম্মদ আবু তৈয়বের মধ্যে। আসনটিতে মাইজভান্ডারী তরিকার আঁতুড়ঘর হিসেবে তাদের কিছু ভোটব্যাংক রয়েছে। একই পরিবার থেকে দুজন প্রার্থী হওয়ার কারণে তা এখন বিভক্ত। এমপি হওয়ার পর নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে স্থানীয় আওয়ামী লীগকে পাশে পাচ্ছেন না নজিবুল বশর মাইজভান্ডারী। বিপরীতে আওয়ামী লীগ প্রার্থী খাতিজাতুল আনোয়ার সনির মাথাব্যথার কারণ হয়েছেন নিজ দলের স্বতন্ত্র প্রার্থী হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব।

স্থানীয় আওয়ামী লীগও বিভক্ত দুজনকে ঘিরে। তবে দুজনের মধ্যে সনির পিতা সাবেক এমপি রফিকুল আনোয়ারের বেশ জনপ্রিয়তা রয়েছে ফটিকছড়িতে। সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে সংরক্ষিত আসন থেকে এবার সরাসরি ভোটের মাঠে নেমেছেন সনি এবং আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে।

ফটিকছড়ি আসনে নৌকার প্রার্থী সনির তুলনায় অনেকটা নির্ভার রাউজান আসনের নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বী চারজন থাকলেও সেভাবে প্রচার বা গণসংযোগে দেখা মিলছে না তাদের। ২০০৮ সালের পর থেকে এ আসনে টানা এমপি হয়ে একক আধিপত্য বিরাজ করে আসছেন ফজলে করিম।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর