শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ সড়ক অবরোধ

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বেলা পৌনে ১২টার দিকে টঙ্গী ভাদাম এলাকার ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে গিয়ে অবস্থান নেন। আধা ঘণ্টাব্যাপী শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কারখানা সূত্রে জানা যায়, ওই কারখানার দুটি ইউনিটে প্রায় ১৫০০ শ্রমিক কাজ করেন। গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন বকেয়া থাকায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। গতকাল সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। পরে কারখানার ভিতর কর্মবিরতি পালন করে ইউনিট-১ এর প্রায় ৭ শতাধিক শ্রমিক। বেলা বাড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেড়িয়ে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চরাগ আলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কারখানার এক নারী শ্রমিক লায়লা বলেন, দুই মাস ধরে বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। তাই আমরা কাজ বন্ধ করে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করি।

এ বিষয়ে কারখানাটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন আর্থিক সংকটের কারণে একটু দেরি হচ্ছে। এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোশারফ হোসেন বলেন, বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করে। পরে শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে তারা সড়ক ছেড়ে চলে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর