শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভাগাভাগির নির্বাচন বাতিল করতে হবে : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, ক্ষমতাসীনদের নিজেদের মধ্যে ভাগাভাগির নির্বাচন জনগণ মানবে না। রাজনৈতিক নেতাদের জেলে পুরে, সাজা দিয়ে যেনতেনভাবে নির্বাচন করতে চায় সরকার। জনগণের দাবি উপেক্ষা করে কোনো নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। লাগামহীন দ্রব্যমূল্যে মানুষের নাভিশ্বাস উঠে গেছে, সরকারের সেদিকে খেয়াল নেই। তারা প্রহসনের নির্বাচনে ব্যস্ত। অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল করতে হবে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে। গতকাল খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে সমাবেশে মিলিত হয় দলটি। ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, জিল্লুর রহমান, সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, আমির আলী হাওলাদার, হুমায়ুন কবির আজাদ, এনামুল হক হাসান, মাওলানা আবু ইউসুফ, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, মুজিবুল হক, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, অ্যাডভোকেট সানাউল্লাহ, গিয়াস উদ্দিন, মহিউদ্দিন জামিল, ছাত্রনেতা নুর মুহাম্মদ প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর