শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

এবার প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী মুহিব

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান প্রতীক বরাদ্দ পেয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্র্নিং অফিসার তাকে প্রতীক বরাদ্দ দেন। এর আগে উচ্চ আদালতের নির্দেশে তিনি মনোনয়ন ফিরে পান। মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ না করে মনোনয়ন জমা দিলে বাছাইয়ের সময় তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি। অবশেষে তিনি উচ্চ আদালতের দারস্থ হন। দুই দফা শুনানি শেষে গত ২৪ ডিসেম্বর উচ্চ আদালত তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। ফলে পৌর মেয়র পদে থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পান মুহিব। তবে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পেলেও প্রতীক বরাদ্দ পেতে তাকে আন্দোলনে নামতে হয়। বৃহস্পতিবার তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রতীক বরাদ্দ না দিলে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধের হুমকি দেন তিনি। অবশেষে গত বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি তার পছন্দের প্রতীক ট্রাক বরাদ্দ পান।

প্রতীক পেয়ে গতকাল থেকে তিনি প্রচারে নেমেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর