শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আলু নাগালের বাইরে, সবজি ও মুরগির দাম বাড়তি

বাজার দর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বেশির ভাগ বাজারে আলুর দাম এখনো নাগালের বাইরে। কোথাও ৭০ টাকার নিচে মিলছে না আলু। এ ছাড়া শীতের শুরুতে সবজির দাম কিছুটা কমলেও এখনো সবজি ও ব্রয়লার মুরগির দাম বাড়তিই রয়েছে। এতে নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। গতকাল রাজধানীর রায়েরবাগ ও মালিবাগ বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

বাজার ঘুরে দেখা যায়, ভরা মৌসুমেও আলুর দাম অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি। আলুর কেজি ৮০ টাকায় উঠেছে। আলুর দাম চালের দামকেও ছাড়িয়ে গেছে। কোথাও ৭০ টাকার নিচে আলু পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, আলুর সরবরাহ কম, তাই দাম বেশি। যদিও রাজধানীর একাধিক বাজার ঘুরে আলুর কোনো সংকট দেখা যায়নি। নতুন পুরান আলু সব বাজারেই পাওয়া যাচ্ছে। আলুর মতো পিঁয়াজের বাজারও এখনো চড়া। ক্রেতাকে প্রতি কেজি নতুন দেশি পিঁয়াজ কিনতে হচ্ছে ১০০-১২০ টাকায়। পুরনো দেশি পিঁয়াজের দাম পড়ছে প্রতি কেজি ১৫০-১৬০ টাকা। সবজির বাজারে দেখা যায়, প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকা, শিম ৭০ থেকে ৮০ টাকা, ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, বাঁধা কপি ৫০ থেকে ৬০ টাকা, পাকা টমেটো প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকা, কাঁচা টমেটো ৫০ টাকা, কচুরমুখি ৭০ টাকা এবং গাজর ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে বেগুন ৫০ থেকে ৮০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পটোল ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনেপাতা কেজি ১০০ থেকে ১৫০ টাকা, কলা হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়, জালি কুমড়া ৪০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। বাজারগুলোতে লাল শাক ১৫ টাকা আঁটি, লাউ শাক ৫০ টাকা, মুলা শাক ১০ টাকা, পালং শাক ২০ টাকা, কলমি শাক ১০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে। রায়েরবাগের মুরগির বাজারে দেখা যায়, চলতি সপ্তাহে ২০০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ১৯০ টাকায় বিক্রি হয়েছে। সোনালি, সোনালি হাইব্রিড ও লেয়ার মুরগির দামও বেড়েছে। সোনালি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, দেশি মুরগি ৫০০ থেকে ৫২০ টাকা কেজি, লেয়ার ২৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে মুরগির দাম বাড়ায়, খুচরা বাজারেও মুরগি বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। মাছের বাজার আগের উচ্চমূল্যেই স্থির রয়েছে। এক কেজি চাষের শিং মাছ (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকা, মাগুর মাছ ৭০০ থেকে ৯০০ টাকা, মৃগেল ৩০০ থেকে ৪৫০ টাকায়, পাঙাস ২০০ থেকে ২২০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, বোয়াল প্রতি কেজি ৪০০ থেকে ৯০০ টাকায়, কাতল ৪০০ থেকে ৬০০ টাকায়, পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকায়,  তেলাপিয়া ২২০ টাকায়,  কৈ ২২০ থেকে ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 মলা ৫০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৭০০ টাকা, কাঁচকি মাছ ৬০০ টাকায় এবং শোল মাছ ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর