রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজনীতির নামে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে : ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী সমাজের নেতৃবৃন্দ বলেছেন, রাজনীতির নামে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে এবং মানুষের জীবনে নৈরাজ্য চলছে। এ অবস্থা থেকে বাঁচতে হলে সব ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে আল্লাহর নির্দেশিত এবং তাঁরই রসুল (সা.) প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। গতকাল রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে ‘ইসলামের দৃষ্টিতে মানবরচিত ব্যবস্থা এবং গণতান্ত্রিক নির্বাচন!’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। আসাদুজ্জামান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর, কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, মো. নুরুদ্দিন, মোহাম্মদ আলী জিন্নাহ, মো. সেলিম মোল্লা, আবু জাফর মোহাম্মদ সালেহ প্রমুখ। বক্তারা আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষমতা হারিয়ে দিশাহারা।

ইসলামী সমাজ আল্লাহর নির্দেশিত এবং রসুল (সা.)-এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর