রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন, নিরাপত্তার ব্যবস্থা আছে : ইসি রাশেদা

নীলফামারী প্রতিনিধি

ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশন উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরপেক্ষভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্নে বধ্যপরিকর। তিনি বলেন, নির্বাচনের মূল অংশ হচ্ছে প্রার্থী ও ভোটার। প্রার্থী ও ভোটার ছাড়া নির্বাচন মূল্যহীন। তিনি আরও বলেন, ভোটের পরিবেশ বজায় রাখাসহ নির্বাচনে অংশ নেওয়ার তাগিদ থাকতে হবে প্রার্থীদের। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি সবার জন্য প্রযোজ্য। আচরণবিধি লঙ্ঘনে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি গতকাল দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। এর আগে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে সভা করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

বিভাগীয় প্রশাসন, রেঞ্জ পুলিশ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা ছাড়াও নির্বাচন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর