রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মাগুরা-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মশিউর রহমান

মাগুরা প্রতিনিধি

নির্বাচনের ১০ দিন আগে প্রার্থিতা ফিরে পেলেন মশিউর রহমান। তাকে মাগুরা-২ আসনে (মহম্মদপুর-শালিখা) স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। নির্দেশনা অনুযায়ী শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগ মশিউর রহমানকে ঈগল প্রতীক বরাদ্দ দেন। একই সঙ্গে তার মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। মামলার নথিপত্র থেকে জানা যায়, শালিখা উপজেলার গড়েরহাট এলাকার বাসিন্দা মশিউর রহমান আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনি এলাকার শতকরা একভাগ ভোটারের স্বাক্ষরিত মনোনয়নপত্র জমা না দেওয়ায় রিটার্নিং কর্মকর্তা তা বাতিল করেন।

এর বিরুদ্ধে ইসিতে আপিল করা হয়। ইসি আপিল নামঞ্জুর করে। তাই প্রার্থিতা ফিরে পেতে হাই কোর্টে রিট করেন মশিউর রহমান।

মশিউর রহমান বলেন, হাই কোর্ট রুল দিয়ে তাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে এবং তাকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর