সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোটার উপস্থিতিতে কৌশলী প্রার্থীরা!

খুলনায় বাড়ি বাড়ি টার্গেট, কেন্দ্রভিত্তিক নারী-পুরুষ আলাদা কমিটি

সামছুজ্জামান শাহীন, খুলনা

দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা জেলার আসনগুলোতে ভোটার উপস্থিতি বৃদ্ধিতে নানা কৌশল নিয়েছেন প্রার্থীরা। প্রতিটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের নারী ও পুরুষ আলাদা কমিটি করা হয়েছে। জেলার মোট ৭৯৩টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রায় ২ লাখ কর্মীকে পরিবারের সদস্যসহ ভোট দিতে বলা হয়েছে। খুলনা-২ ও ৩ আসনের ২৭৩টি কেন্দ্রে সিটি করপোরেশনের দারিদ্র্য বিমোচন সমিতির ৯৩ হাজার সদস্যকে তাদের স্বামী-সন্তানসহ ভোট নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে প্রায় ৬ লাখ নিশ্চিত ভোটার উপস্থিতি চাইছেন প্রার্থীরা। এ ছাড়া ভোটের দিন ভোটারদের কেন্দ্রে নিতে বাড়ি বাড়ি টার্গেট দেওয়া হয়েছে। প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা এরই মধ্যে কেন্দ্রভিত্তিক মনিটরিং শুরু করেছেন।

জানা যায়, খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে এবার মোট ভোটার ১৯ লাখ ৯৯ হাজার ৮৮২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৪ জন ও নারী ভোটার ৯ লাখ ৯৯ হাজার ৭৮৪ জন। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ মূল সংগঠনের নেতা-কর্মীরা ৫-৭ বার করে একটি বাড়িতে যাচ্ছেন। যাতে ভোটের গুরুত্ব উপলব্ধি করে ভোটাররা ভোট কেন্দ্রে আসেন। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দুটি কমিটি থাকবে- একটা পুরুষের, আরেকটা মহিলাদের। এ ছাড়া ওয়ার্ড ও থানা পর্যায়ের মূল কমিটি সেখানে মনিটরিং করবে। প্রতিটি কেন্দ্রে কর্মী সংখ্যা থাকবে ২০০-২৫০। তারা যেন পরিবারের সদস্যদের ভোটও নিশ্চিত করেন সেই নির্দেশ দেওয়া হয়েছে। এতে প্রায় ২ লাখ কর্মীর পরিবারের সদস্যসহ ৪ লাখ ভোট টার্গেট করা হয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগী দারিদ্র্য বিমোচন সমিতির প্রায় ৯৩ হাজার সদস্য রয়েছেন।

 দরিদ্র শ্রেণির এসব ভোটারকে স্বামী-সন্তানসহ ভোট দিতে বলা হয়েছে। এখানে আরও প্রায় ২ লাখ ৭৯ হাজার ভোট টার্গেট করা হয়েছে।

জানা যায়, সর্বশেষ ১২ জুনের সিটি নির্বাচনে নগরীর ৩৪টি নারী কেন্দ্রে ভোট পড়েছে ৪০ শতাংশের নিচে। নিরালা আবাসিক এলাকাসহ কয়েকটি কেন্দ্রে ৮০ শতাংশ নারী ভোট দেননি। এ থেকে শিক্ষা নিয়ে ভোটার উপস্থিতি বৃদ্ধিতে বাড়ি বাড়ি ভোটারদের টার্গেট করা হয়েছে। তাদের ভোট কেন্দ্রে নিতে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মী বাহিনী সাজানো হয়েছে।

খুলনা-৩ আসনের নৌকা প্রার্থী এস এম কামাল বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেজন্য পাড়া-মহল্লায় দ্বারে দ্বারে প্রার্থীরা ছুটছেন। বিএনপি-জামায়াত ভোটারদের অধিকার হরণ করতে চায়। তারা ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছে। তবে সাধারণ মানুষের কাছে নৌকার জাগরণ তৈরি হয়েছে। তারা ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অপেক্ষায় রয়েছেন।

সর্বশেষ খবর