মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বছরের প্রথম দিনে জমজমাট শিল্পকলা একাডেমি

সাংস্কৃতিক প্রতিবেদক

বছরের প্রথম দিনে জমজমাট শিল্পকলা একাডেমি

নাটক, চলচ্চিত্র ও চিত্রশিল্পের প্রদর্শনীর মধ্য দিয়ে বছরের প্রথম দিন জমজমাট ছিল সংস্কৃতির সূতিকাগার খ্যাত শিল্পকলা একাডেমি। গতকাল ইংরেজি নববর্ষের প্রথম দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটক মঞ্চায়ন, চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হয় চলচ্চিত্র আর চিত্রশালার গ্যালারিতে চলছে প্রদর্শনী। এর মধ্যে বিকাল সাড়ে ৫টায় প্রদর্শিত হয় দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘পরাণ’ ও সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হয় বিবেকানন্দ থিয়েটারের নাটক ‘উত্তরণ’ এবং চিত্রশালার ২, ৩ ও ৪ নম্বর গ্যালারিতে চলছে ‘গণজাগরণের চারুকলা’ শীর্ষক প্রদর্শনী। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত প্রদর্শনীটি শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকছে। সবার জন্য উন্মুক্ত থাকার কারণে এদিনের আয়োজনে চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত ‘পরাণ’ চলচ্চিত্রটিতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষণীয় ছিল, পাশাপাশি ২ ৩ ও ৪ নম্বর গ্যালারির ‘গণজাগরণের চারুকলা প্রদর্শনী’-তেও শিল্পানুরাগীদের ভিড় ছিল উল্লেখ করার মতো। তবে স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ বিবেকানন্দ থিয়েটারের ‘উত্তরণ’ নাটকটি দর্শনীর বিনিময়ে মঞ্চায়ন হয় বলে এই নাটকে দর্শকদের খুব একটা উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে, এই নাটকের নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় জানান, গত ৩০ ডিসেম্বর থেকে একই মঞ্চে তারা তিন দিনের মঞ্চায়নের আয়োজন করে। একই নাটক একটানা তিন দিন মঞ্চায়ন হওয়াতে দর্শক সংখ্যা কিছুটা কমবে বলেও মনে করেন নাটকটির নির্দেশক। তিনি জানান, যত ভালো নাটকই হোক একটানা তিন দিন একই পরিমাণ দর্শক থাকবে না। তবে, শনি ও রবিবার প্রথম ও দ্বিতীয় দিন আশানুরূপ দর্শক ছিল বলেও জানান বিবেকানন্দ থিয়েটারের প্রধান ও ‘উত্তরণ’ নাটকের নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময়।

অন্যদিকে, আজ চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘ঘরে ফেরা’ ও ‘দেশান্তর’। যথাক্রমে বিকাল সাড়ে ৫টা ও সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ছবি দুটি। আর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২, ৩ ও ৪ নম্বর গ্যালারিতে থাকছে ‘গণজাগরণের চারুকলা প্রদর্শনী’। ৩০ জানুয়ারি শেষ হবে মাসব্যাপী এই প্রদর্শনী।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর