বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সুপ্রিম পার্টির ইশতেহারে নানা প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ধর্মীয় মূল্যবোধের আলোকে, সুষম বণ্টনের মাধ্যমে বৈষম্যহীন, উন্নয়নমূলক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মিশন নিয়ে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। পাশাপাশি দলটি দুর্নীতি, অপরাজনীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনার প্রতিও জোর দিয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে ইশতেহার পাঠ করেন বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। এ সময় বিএসপির কো-চেয়ারম্যান কাজী মহসীন, দফতর সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন, তথ্যপ্রযুক্তি সম্পাদক আসমাইন আশরাফ, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শাহজাদা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

লিখিত ইশতেহারে- মৌলিক অধিকার যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে অঙ্গীকার করা হয়। দেশের মানুষের খাদ্যের অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ ভর্তুকি দেওয়ার পাশাপাশি সিন্ডিকেট ভাঙ্গন ও ভেজালমুক্ত খাবারের নিশ্চয়তার বিষয় উঠে এসেছে। শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে বাণিজ্য বন্ধ করে প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো মানবিক ও অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ব্যবস্থা নিবে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। এ ছাড়া ইশতেহারের গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার সুরক্ষার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ওপর আলোকপাত করা হয়। দলটি সন্ত্রাস-জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক, কালো টাকা, অর্থ পাচার, কালোবাজারি, অবৈধ মজুদদারি নির্মূল করতে বদ্ধপরিকর।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর