বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আরও দুই বছর এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম

নিজস্ব প্রতিবেদক

আরও দুই বছর এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম

চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব পদে আরও দুই বছর থাকছেন আবু হেনা মো. রহমাতুল মুনিম। তার চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ৬ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে তার এ মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে। ২০২০ সালের ৬ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সিনিয়র সচিব আবু হেনা রহমাতুল মুনিম চুক্তিতে দুই বছরের জন্য এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এবার তৃতীয়বারের মতো চুক্তিতে নিয়োগ পেলেন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা। এনবিআরের প্রধান দায়িত্ব শুল্ক-কর আরোপ ও তা আদায় করা। এ ছাড়া শুল্কনীতি প্রণয়নসহ চোরাচালান নিরোধ আইন ও বিধি প্রণয়ন বোর্ডের অন্যতম কাজ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর