বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রূপগঞ্জে গাজীর দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে জনগণ : শাহজাহান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে গাজীর দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে জনগণ : শাহজাহান

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ত্যাগী আওয়ামী লীগ নেতা শাহজাহান ভূঁইয়া বলেছেন, রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর গত ১৫ বছরের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। ৭ তারিখ জনগণের ভোটে বিজয়ী হয়ে গাজীকে রূপগঞ্জ থেকে বিতাড়িত করা হবে। সন্ত্রাসের গডফাদার, মাদক ব্যবসায়ী, দখলদার গাজীর হিংস্র থাবা থেকে রূপগঞ্জকে মুক্ত করতে তিনি জনগণের কাছে কেটলি মার্কায় ভোট প্রার্থনা করেন। গতকাল উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ব্রাহ্মণখালীতে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্যারিস্টার শামীম আজিজের সভাপতিত্বে  অনুষ্ঠিত বিশাল জনসভায় তিনি বলেন, গত ১৫ বছরে রূপগঞ্জে গাজীর শাসনামলে জমি দখল, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসের জন্ম দিয়েছে। এগুলো নিমর্ূূল করে শান্তিপ্রিয় রূপগঞ্জ গড়ার লক্ষ্যে আমরা নির্বাচনে এসেছি। রূপগঞ্জকে রাহুমুক্ত করতে রূপগঞ্জের সন্তান হিসেবে আমি নির্বাচন করছি। ৭ তারিখের নির্বাচনই হলো সুযোগ। এ সুযোগে ভোটের মাধ্যমে এই লুটেরা গাজীকে রূপগঞ্জ থেকে বিদায় করব। প্রত্যেককে ভোট কেন্দ্রে আনতে হবে এবং কেটলি মার্কাকে বিজয়ী করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্যারিস্টার শামীম আজিজ বলেন, ভূমিদস্যুদের হাত থেকে রূপগঞ্জকে বাঁচাতে এটাই শেষ সুযোগ। আগামী ৭ তারিখ কেটলি মার্কায় ভোট দিয়ে ভূমিদস্যুমুক্ত রূপগঞ্জ গড়তে সহযোগিতা করুন।

দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার বলেন, আমরা রূপগঞ্জবাসী রূপগঞ্জের সন্তানকে রূপগঞ্জের এমপি হিসেবে দেখতে চাই। আমরা রূপগঞ্জকে শান্তিপ্রিয় রূপগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আমরা সবাই কেটলি মার্কাকে বিজয়ী করব। জনসভায় আরও বক্তব্য রাখেন কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেক, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল আহম্মদ ভূঞা, মুড়াপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার আবদুল জব্বার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, ইঞ্জিনিয়ার খালেদ হাসান, কায়েতপাড়া ইউপির সাবেক সদস্য মো. মোশারফ হোসেন, অ্যাডভোকেট তায়েবুর রহমান, আমিনুল হক খোকন, মান্নান মুন্সী, জুয়েল মাস্টার, আশিকুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গণসংযোগবিষয়ক কামাল হোসেন কমল, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আজগর, অলিউল্লাহ মীর প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর