শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সরকার স্বেচ্ছামৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে : গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

সরকার স্বেচ্ছামৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে : গণতন্ত্র মঞ্চ

সরকার মানুষের সামাজিক সুরক্ষা কার্ড আটক করেও ভোট কেন্দ্রে ভোটার নিতে পারবে না মন্তব্য করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকার স্বেচ্ছামৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তারা ভোট কেন্দ্রে মানুষ আনতে আইন-আদালত, হুমকি-ধমকি ও টাকার লোভ দেখাচ্ছে। ভোট নয়, ফলাফল ঘোষণা করতে যাচ্ছে। এই ঘোষণা এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। সারা দুনিয়ার কোথাও গ্রহণযোগ্য হবে না। গতকাল ‘একতরফা’ ভোট বর্জনের আহ্বানে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা এ কথা বলেন। নেতারা আরও বলেন, ৭ তারিখ সরকার ও প্রশাসন মিলে এদেশের মালিক নাগরিকদের আবার অপমান করতে যাচ্ছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একই ভাবে অপমান করেছিল।

সমাবেশের পর নগরীর বিভিন্ন এলাকায় নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

সমাবেশে সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমম্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য তরিকুল সুজন।

 

সর্বশেষ খবর