শিরোনাম
শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

পাবনা প্রতিনিধি

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

স্কয়ার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী আজ। দেশবরেণ্য এই শিল্পপতির মৃত্যুবার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে পাবনার এস্ট্রাস খামারবাড়িতে প্রার্থনাসভা এবং সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্যামসন এইচ চৌধুরী ১৯২৬ সালের ২৫ সেপ্টেম্বর তখনকার বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আরুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভারতে পড়াশোনা শেষ করে ১৯৫২ সালে পাবনার আতাইকুলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯৫৮ সালে তিনি ও তার তিন বন্ধু মিলে আতাইকুলায় গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল। বর্তমানে তার প্রতিষ্ঠান স্কয়ার ফার্মায় ৩০ হাজার কর্মকর্তাসহ স্কয়ার গ্রুপে ৬০ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে বাংলাদেশ পুনর্গঠনে স্যামসন এইচ চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে আছে। জীবদ্দশায় তিনি পাবনাসহ দেশের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তিনি তাঁর কর্মের জন্য দেশের মর্যাদাপূর্ণ একুশে পদকসহ বিভিন্ন পদক, অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

 

 

সর্বশেষ খবর