শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রামের ১৬ আসনেই লড়াই আওয়ামী লীগ বনাম স্বতন্ত্র

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে প্রত্যেকটিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থীর। এর মধ্যে পটিয়া, মিরসরাই, রাঙ্গুনিয়াসহ নয়টি আসনে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। বাকি আসনগুলোতে দলীয় প্রার্থীর ঘুম হারাম করছে স্বতন্ত্র প্রার্থীরা। চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন মাহবুব উর রহমান রুহেল। খোঁজ নিয়ে ধারণা পাওয়া গেছে, পিতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের তৈরি মাঠে অনেকটা নির্ভার রয়েছেন রুহেল। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন স্বতন্ত্র পার্টি মোহাম্মদ গিয়াস উদ্দীন। চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন খাদিজাতুল আনোয়ার সনি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়বের।

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে নৌকার মাঝি মাহফুজুল রহমান মিতার ঘুম হারাম করেছেন স্বতন্ত্র জামাল উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. নাজিম উদ্দিন ওরফে ভিপি নাজিমকে টেক্কা দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম-৮ চান্দগাঁও/বোয়ালখালী আসনে জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম ও বিজয় কুমার চৌধুরীর। চট্টগ্রাম-১০ আসনে নৌকার মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে লড়াই হবে সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের। চট্টগ্রাম-১১ বন্দর আসনে নৌকার প্রার্থী এম এ লতিফের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন। চট্টগ্রাম-১২ পটিয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধ মোতাহেরুল ইসলাম চৌধুরী যোজন যোজন এগিয়ে রয়েছেন বিতর্কিত স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর চেয়ে। চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী ও সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদের সঙ্গে সমান তালে লড়ে যাচ্ছেন মোহাম্মদ আবদুল জব্বর চৌধুরী। চট্টগ্রাম-১৫ সাতকানিয়া আসনে নৌকার আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিনের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র আবদুল মোতালেবের। চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের ঘুম হারাম করেছেন স্বতন্ত্র মুজিবুর রহমান ও আবদুল্লাহ কবির লিটন।

সর্বশেষ খবর