শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ভোট সংক্ষেপ

রাজশাহীতে প্রার্থীদের টার্গেট আড়াই লাখ নতুন ভোটার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সংসদ নির্বাচনে প্রচারণার শেষ দিকে এসে প্রার্থীদের টার্গেট নতুন ভোটার। নতুন ভোটারদের সামনে রেখে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণার শেষ পর্যায়ে এসে প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। থেমে নেই তাদের কর্মী ও সমর্থকরাও। রাজশাহীর ছয়টি আসনে হেভিওয়েট থেকে শুরু করে তুলনামূলক কম পরিচিত প্রার্থী সবাই নিজ নিজ প্রতীক নিয়ে সাধ্যমতো প্রচারণার মাঠে ব্যস্ত সময় পার করেছেন। নৌকা প্রতীকের প্রার্থীরা ভোটারের মন জয়ে তুলে ধরছেন সরকারের উন্নয়নের ফিরিস্তি। স্বতন্ত্র ও অন্য দলের প্রার্থীরা এলাকার সমস্যার কথা তুলে ধরে নির্বাচিত হলে সমাধানের আশ্বাস দিচ্ছেন। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার ছয়টি আসনে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে জেলার ছয়টি আসনের ২ লাখ ৩৬ হাজার ২২ জন নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজশাহী কলেজের শিক্ষার্থী ফারদিন আহমেদ তুর্য বলেন, এবারের নির্বাচনে অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ নেই। আমি এবারের নির্বাচনে নতুন ভোটার। সব দলের অংশগ্রহণে জমজমাট নির্বাচন হলে বেশি খুশি হতাম।

নগরীর সাগরপাড়া এলাকার বাসিন্দা আকিব হোসেন বলেন, এবার আমি প্রথম ভোটার হয়েছি। তাই আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।

সর্বশেষ খবর