শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অলংকার প্রদর্শনীতে অংশগ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের আয়োজনে দেশীয় কারিগরদের হাতে তৈরি জুয়েলারি শিল্পের ঐতিহ্য ধরে রাখতে শত বছরের প্রাচীন অলংকারের প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। গতকাল বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রদর্শনীতে দেশীয় জুয়েলারি শিল্পের সুনিপুণ শৈল্পিকতা ও ঐতিহ্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা হবে। যার মাধ্যমে দেশীয় অলংকার আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। এই পরিপ্রেক্ষিতে দেশের কোনো জুয়েলারি প্রতিষ্ঠানের সংগ্রহে শত বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী গহনা থাকলে তা প্রদর্শনীতে প্রদর্শনের জন্য ২০ জানুয়ারির মধ্যে বাজুস কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বাজুসের সোশ্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কর্মকর্তা জান্নাত ফারজানার (মোবাইল : ০১৩১৪৫৫৯৭৭৩ অথবা ০২৫৮১৫১০১২) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ খবর