শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ডিসেম্বরে সড়কে ৫১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বরে সড়কে ৫১২ জনের মৃত্যু

বিদায়ী বছরের ডিসেম্বরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৯৩ জন। নিহতদের মধ্যে নারী ৫৯ ও শিশু ৬৪ জন। দুর্ঘটনা ঘটেছে ৫১৭টি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

সংগঠনটির পরিসংখ্যানে দেখা যায়- ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৩.৭৯ শতাংশ, প্রাণহানি ২৩.০৪ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৩.১৫ শতাংশ, প্রাণহানি ১২.৮৯ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ১৬.৪৪ শতাংশ, প্রাণহানি ১৬.৯৯ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ১২.৩৭ শতাংশ, প্রাণহানি ১২.৬৯ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৭.৫৪ শতাংশ, প্রাণহানি ৭.৪২ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৫.৬০ শতাংশ, প্রাণহানি ৫.৮৫ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ১১.০২ শতাংশ, প্রাণহানি ১০.১৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ১০.০৫ শতাংশ, প্রাণহানি ১০.৯৩ শতাংশ ঘটেছে। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১২৩টি দুর্ঘটনায় ১১৮ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৯টি দুর্ঘটনায় ৩০ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি ৪১টি দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে চাঁদপুর জেলায়। তিনটি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি।

সর্বশেষ খবর