শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রামে সংঘাতের শঙ্কায় আতঙ্ক

নিয়ন্ত্রণে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে পাঁচটিতে নিরুত্তাপ ভোট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ভোটাররা। আটটিতে আশঙ্কা করা হচ্ছে ব্যাপক সংঘাতের। বাকি তিন আসনে কমবেশি সংঘাতের আশঙ্কা রয়েছে। যেসব আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সেগুলোতে আওয়ামী লীগের আন্তদলীয় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। একাধিক ভোটার জানিয়েছেন, ভোট নিয়ে মানুষের আগ্রহ থাকলেও কেউ ঝুঁকি নিয়ে কেন্দ্রে যেতে চাইবেন না। জানা গেছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে চট্টগ্রাম-২, ৩, ১২, ১৫ ও ১৬ আসন। এসব আসনে নৌকার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ঘরানার শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনি প্রচার-প্রচারণার শুরু থেকে এসব আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা দফায় দফায় বিবাদে জড়িয়েছেন। এতে কয়েকজন আহত হয়েছেন এবং অন্তত দুই ডজন মামলা হয়েছে। চট্টগ্রাম-১, ১১, ১৪ আসনে নির্বাচনি প্রচারণায় ছোটখাটো সহিংসতার খবর পাওয়া গেছে। এই তিন আসনেও ভোটের দিন সংঘাতের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চট্টগ্রাম-৪, ৬, ৭, ৯ ও ১৩ আসনে আওয়ামী লীগ প্রার্থীদের শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় এসব আসনে নিরুত্তাপ ভোট হবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম-৫ ও ৮ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় পার্টিকে আসন ছেড়ে দেওয়ায় এবং চট্টগ্রাম-১০ আসন নগরের কেন্দ্রে অবস্থান করায় এসব আসনে আহামরি সংঘাত হবে না বলে মনে করা হচ্ছে। সংঘাতময় এলাকাগুলোকে চিহ্নিত করে ১৬ আসনের ২ হাজার ২৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১ হাজার ৪৫৯টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে নগরীর ৬টি আসনের ৬৬০টি কেন্দ্রের মধ্যে ৪৪৬টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ এবং ২১৪ কেন্দ্রকে ‘সাধারণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলার ১০টি আসনের মধ্যে ১ হাজার ১৩ কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ ও ৩৫০টিকে ‘সাধারণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ‘প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে চারজন এবং সাধারণ কেন্দ্রে তিনজন সশস্ত্র পুলিশ ও ১৫ জন করে আনসার সদস্য থাকবেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর