শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোটে বাধা দিলে, সন্ত্রাস করলে কঠোর ব্যবস্থা : কেএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক বলেছেন, সংসদ নির্বাচনে ভোটদানে বাধা, সন্ত্রাস বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল খুলনা সদর থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন কেএমপি কমিশনার। তিনি বলেন, এ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। নির্বাচন কেন্দ্র করে সব রকম সন্ত্রাস-নাশকতা এড়াতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর ৩১০টি ভোট কেন্দ্রের মধ্যে ২২৬টি গুরুত্বপূর্ণ ও ৮৪টি সাধারণ কেন্দ্র হিসেবে তালিকা করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্বাচনের আগে ও পরে মহানগরীতে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবেন ৩ হাজার পুলিশ সদস্য।

পুলিশ কমিশনার বলেন, লোকজন উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন। এক্ষেত্রে কোথাও কোনো প্রতিবন্ধকতা থাকবে না। যদি কেউ বাধা সৃষ্টি বা নাশকতা সৃষ্টি করে, সেক্ষেত্রে পুলিশের পিকেট, মোবাইল টহল ও স্ট্রাইকিং টিম প্রস্তুত আছে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র পুলিশ, আনসারের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং র‌্যাব মোতায়েন থাকবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর