শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ভোট সংক্ষেপ

অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ছোট দলের পাঁচ বড় নেতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের নির্বাচনি মাঠে রয়েছে পাঁচটি ছোট দলের বড় নেতা। নির্বাচনি মাঠে থাকলেও প্রচার-প্রচারণায় তারা সেভাবে সাড়া ফেলতে পারেনি। ভোটের মাঠে কি জয়ী হতে পারবেন ছোট দলের এই বড় নেতারা। তা নিয়ে এখন থেকে শুরু হয়েছে আলোচনা। এসব দলের পাঁচ বড় নেতার মধ্যে দুজনের অবস্থান বেশ ভালো। সুযোগ-সুবিধায় হলে এবার সংসদে দেখা যেতে পারে তাঁদের। তার মধ্যে দুজন বিএনপির সঙ্গ ছেড়ে নির্বাচনি মাঠে এসেছেন। এসব নেতা পরাজিত হলে অস্তিত্ব সংকটে পড়বে তাদের রাজনীতির ভবিষ্যৎ- এমন ধারণা বিশ্লেষকদের। নির্বাচনি লড়াইয়ে থাকা ৫টি দলের প্রধানের মধ্যে রয়েছেন- চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন মাইজভান্ডারী, চট্টগ্রাম-৫ আসনে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের আহ্বায়ক ভিপি নাজিম, চট্টগ্রাম-৮ আসনে বিএনএফের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চট্টগ্রাম-১২ আসনে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মতিন ও কক্সবাজার-১ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়ে এসেছেন এবং ভিপি নাজিম বিএনপি ছেড়ে আলাদা দল গঠন করেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর