শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পটিয়ায় মোতাহেরের পক্ষে গণজোয়ার একাট্টা আওয়ামী লীগ-সাধারণ জনগণ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর পক্ষে সৃষ্টি হয়েছে গণজোয়ার। রাজনীতির মাঠে পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে পরিচিত এ প্রার্থীর পক্ষে মাঠে নেমেছে পটিয়ার সাধারণ জনগণ। অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর পক্ষে এমন গণজোয়ার দেখে বিতর্কিত সামশুল হক চৌধুরী ও তার পুত্র নাজমুল হক চৌধুরী শারুন হয়ে উঠেছে প্রতিহিংসা পরায়ন। তাই আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর একের পর এক হামলা করছে। পুড়িয়ে দিয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি। ভাঙচুর করা হয়েছে নির্বাচনি অফিস। নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, ‘১৫ বছর ধরে নরকের মধ্যে থাকা পটিয়াবাসী এবার পরিত্রাণ চায়। তাই নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মাঠে নেমেছে জনসাধারণ।’ তিনি বলেন, ‘সামশু ও তার পুত্র পরাজয় বুঝতে পেয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা করছে। মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।’ জানা যায়, চট্টগ্রাম-১২ পটিয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী বিতর্কিত সামশুল ইসলাম চৌধুরী। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা, বিএনপি-জামায়াতকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিপীড়ন ও মামলা-হামলা করার অসংখ্য অভিযোগ রয়েছে বিচ্ছু সামশু হিসেবে পরিচিত পাওয়া এ এমপির বিরুদ্ধে। সামশু পুত্র শারুন ও তার আত্মীয়স্বজনরা পটিয়াকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করে। নানা বিতর্ক জন্ম দেওয়া সামশু তাই বঞ্চিত হয়েছেন দলীয় মনোনয়ন থেকে। মোতাহেরুল ইসলামের পক্ষে সৃষ্টি হয়েছে গণজোয়ার। একই সময় সামশুর ‘দুঃশাসন’র বিরুদ্ধে শুরু হয়েছে প্রতিবাদ। এরই মধ্যে প্রচারণা চালানোর সময় সামশুর দিকে পচা ডিম, জুতা ছুড়ে মেরেছে ক্ষুব্ধ জনতা। প্রচারণার সময় সামশুর অনুসারীদের ঝাড়ু পেটাও করে ক্ষুব্ধ নারীরা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর