শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পুলিশের হাত কেটে নেওয়ার হুমকি দিলেন নৌকার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী পুলিশের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার নিয়মিত ডিউটির অংশ হিসেবে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের বাড়ির দিকে যায় পুলিশের একটি দল। বিষয়টি জানতে পেরে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদকে ফোন করেন মোস্তাফিজুর। ওই ফোনের কথোপকথনের একটি রেকর্ড বাংলাদেশ প্রতিদিনের হাতে এসেছে। এ বিষয়ে জানতে মোস্তাফিজুর রহমান এবং ওসি তোফায়েলকে ফোন দিলে তাদের কেউ রিসিভ করেননি। ওই রেকর্ডে মোস্তাফিজুর ওসিকে বলেন, ‘ছনুয়ায় কেন পুলিশ পাঠালেন?’ ওসি বলেন, ‘নিয়মিত ডিউটির অংশ হিসেবে পাঠানো হয়েছে।’ পরে মোস্তাফিজুর বলেন, ‘আমার কোনো লোকের ওপর হাত দিলে হাত কেটে ফেলব। ঘুরেফিরে থাকুক, অসুবিধে নেই। আমার লোকের ওপর হাত দিলে বহুত অসুবিধা হবে।’ পরে ওসি বলেন, ‘আপনি যা বলেন স্যার।’

কয়েক দিন আগে ওসি তোফায়েল আহমেদকে দেখে নেওয়ার হুমকির অভিযোগ উঠে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। এ বিষয়ে জিডি করেন ওসি। পরে জেলা পুলিশের বিশেষ শাখা রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে প্রতিবেদন পাঠায়। প্রতিবেদনে মোস্তাফিজুরকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশের জন্য হুমকি বলে মন্তব্য করা হয়। এর আগে ১ জানুয়ারি এক বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নুরুল মোস্তফা চৌধুরী সংগ্রামকে উদ্দেশ করে মোস্তাফিজুরের গালাগালের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারও আগে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি বেসরকারি টিভির সাংবাদিকের ওপর হামলা ও ক্যামরা ভাঙচুর করেছেন মোস্তাফিজুর ও তার অনুসারীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর