শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিএনপি-জামায়াত নিষিদ্ধ দাবিতে জাতিসংঘে স্মারকলিপি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

আন্তর্জাতিক সন্ত্রাসীদের ঘাঁটি ‘বিএনপি-জামায়াত নিষিদ্ধ দাবি’ করে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি দিয়েছে ‘বাংলাদেশ ডায়াসপোরা ইন ইউএসএ’।স্থানীয় সময় ৩ জানুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে প্রবাসীদের র‌্যালি থেকে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় স্লোগান দেওয়া হয় ‘স্টপ আরসন অ্যাটাক অন সিভিলিয়ান্স’ ‘রাইজ আপ অ্যাগেইনস্ট আরসন অ্যাটাক অন সিভিলিয়ান’ ইত্যাদি। এক পর্যায়ে এ র‌্যালিতে এসে মহাসচিবের প্রতিনিধি (রাজনীতিবিষয়ক কর্মকর্তা) আদিত্য অধিকারি প্রবাসীদের আহ্বান সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন। এ কর্মসূচির মূল উদ্যোক্তা ‘জেনোসাইড একাত্তর’র প্রেসিডেন্ট ড. প্রদীপ কর এ সময় প্রদত্ত বক্তব্যে ৭ জানুয়ারির নির্বাচন বাঞ্চালের লক্ষ্যে বিএনপি ধর্মীয় জঙ্গিবাদের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

বিএনপি অগণতান্ত্রিক শক্তির মদদে পেছনের দরজা দিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে চাইছে। নির্বাচনে তারা কখনোই বিজয়ী হতে পারবে না জেনে লাগাতার হরতার-অবরোধ-অসহযোগিতা কর্মসূচি দিচ্ছে। কিন্তু বাংলাদেশের আপামর মানুষের কোনো সাড়া পাচ্ছে না তারা। এ অবস্থায় তারা পেট্রল ঢেলে যাত্রীসহ বাস পুড়িয়ে দিচ্ছে। জঙ্গি হামলা চালাচ্ছে নিরীহ মানুষের ওপর।

র‌্যালিতে নেতাদের মধ্যে আরও ছিলেন- মাসুদুল হাসান, শরাফ সরকার, আবদুর রহিম বাদশা, এম এ করিম জাহাঙ্গির, জাকির হোসেন বাচ্চু, আশরাফউদ্দিন, সুবল দেবনাথ, জালালউদ্দিন জলিল, শেখ জামাল, আখতার হোসেন, রমেশ নাথ, শেখ আতিক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর