রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাজধানীর বাজারে ক্রেতা কম থাকায় বন্ধ বেশির ভাগ দোকান

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় একসঙ্গে তিন দিনের ছুটিতে গেছে দেশ। সব মিলে সারা দেশে ছুটির আমেজ বিরাজ করছে। ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। এর প্রভাব বাজারগুলোতে। বাজারে কমে গেছে ক্রেতা। অনেক দোকান বন্ধ দেখা গেছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, রামপুরা বাজার ঘুরে দেখা যায়, নিত্যপণ্যের মধ্যে মুদি দোকানের অনেকগুলো খোলেনি। মাছ-মাংস ও ডিমের বেশির ভাগ দোকানও বন্ধ। কিছু কিছু দোকান খোলা থাকলেও সরবরাহ ও চাহিদা কম। এ ছাড়া রাজধানীর রাস্তাঘাট ফাঁকা থাকায় ফুটপাতের দোকানগুলোও বেশির ভাগ বসেনি। পাড়া-মহল্লায় ফেরি করে পণ্য বিক্রি করা মানুষের সংখ্যাও কমেছে।

দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, ছুটিতে যারা বাড়ি যাননি তারাই মূলত দোকান খুলেছেন। যেসব দোকান বন্ধ তাদের অনেকে গ্রামে গেছে ভোটের জন্য। আবার অনেকে বিক্রি না থাকায় দোকান খুলছেন না। কিছু দোকান খোলা থাকলেও ক্রেতা তেমন নেই। তাই বিক্রেতারা অলস সময় পার করছেন।

মালিবাগ বাজারের মুদি দোকানদার হাসিম আহমেদ বলেন, লোক নেই একদম। ফাঁকা বসে আছি। মাঝে মধ্যে দু-একজন ক্রেতা আসছেন। বেচা-বিক্রি খারাপ। গতকালও কিছু কেনাবেচা হয়েছে, আজ আরও কমেছে।

যাত্রবাড়ী বাজারের বিক্রেতা কবির হোসেন বলেন, অনেকে ভয়ে বের হচ্ছে না। কারণ রাস্তাঘাটে যানবাহনে আতঙ্ক রয়েছে। আবার অনেক মানুষ টানা ছুটি পেয়ে গ্রামে চলে গেছেন। কেউ কেউ ভোট দিতে গেছে বাড়িতে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর