রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ঢাবিতে মানববন্ধন

নির্বাচন বর্জন করতে ছাত্রনেতাদের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

আজ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রসংগঠনগুলোর একাংশ। গতকাল ক্যাম্পাসের রাজু ভাস্কর্যে এক মানববন্ধন থেকে এ আহ্বান জানান সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সদস্যসচিব উমামা ফাতেমার সঞ্চালনায় এতে ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র-যুব আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় তারা নির্বাচনবিরোধী প্ল্যাকার্ড বহন করেন। এ ছাড়া ‘ডামি নির্বাচন, মানি না মানব না’, ‘প্রহসনের নির্বাচন, মানি না মানব না’ প্রভৃতি স্লোগান দেন মানববন্ধনকারীরা। মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে শাহবাগ মোড় ঘুরে আসেন তারা। মানববন্ধনে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার বসু বলেন, জিয়াউর রহমান হ্যাঁ-না ভোট করেছিলেন। এটা নিয়ে আওয়ামী লীগ প্রায়ই কথা শোনায়। সেখানে অন্তত ‘না’ অপশন ছিল। অর্থাৎ জিয়াউর রহমানের কার্যক্রম পছন্দ না সেটা জানানোর উপায় ছিল। এবার ৩০০ আসনে একজন প্রার্থী দেখান, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচন করছেন; আমি মেনে নেব এটা নিরপেক্ষ নির্বাচন। এটা একটা অগ্রহণযোগ্য, লোক দেখানো নির্বাচন। জনগণের কাছে একটাই আহ্বান, আগামীকাল (আজ) ভোট দিতে যাবেন না। গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাবি শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ বলেন, স্বাধীনতার এত বছরে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চালু করতে পারিনি। অতিদ্রুত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তরের একটি পথ খুঁজে বের করতে হবে। ৭ জানুয়ারি কলঙ্ক তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। আমরা একে লাল কার্ড দেখাতে চাই, এর প্রতি না বলতে চাই। ছাত্রসমাজের পক্ষে আমরা এ নির্বাচন বর্জন করছি।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতা সাজিদুল ইসলাম বলেন, ছাত্র নেতৃবৃন্দ এ নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছে। তাদের ওপর রাষ্ট্রীয় বাহিনী দ্বারা যেভাবে অত্যাচার চালানো হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানাই।

বিপ্লবী ছাত্রমৈত্রীর ঢাবি শাখার আহ্বায়ক জাবির আহমেদ জুয়েল বলেন, এত দিন ধরে যারা দেশের মানুষকে শোষণ-নিপীড়ন করে এসেছেন, ৭ জানুয়ারি তাদেরই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সত্যিকারের বিরোধী দল কেউই এতে অংশ নেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকারকামী প্রতিনিধিরা এ নির্বাচন বয়কট করছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর