শিরোনাম
রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নাশকতাকারীদের শাস্তি দাবি সুজনের

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর থেকে শুরু করে ৫ জানুয়ারি পর্যন্ত অগ্নিসংযোগের ঘটনায় ৯ জনের প্রাণহানির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল এক বিবৃতিতে সুজন এসব কথা জানায়।

বিবৃতিতে সুজন জানায়, ২৮ অক্টোবর ২০২৩-এর পর থেকে ট্রেনে আগুন এবং নাশকতার ঘটনায় এ পর্যন্ত ৯ জনের মৃত্যুর ঘটনায় সরকার ও বিরোধী দলগুলো একে অন্যকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছে। এ ধরনের ঘৃণ্য ও ন্যক্কারজনক ঘটনাগুলো যেই ঘটাক, নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষীদের চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এ ছাড়া, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনারও নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে সুজন। বেশকিছু ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে উল্লেখ করে নাশকতা কারীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর