সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ফেনী-১ আসনে ৫৩ শতাংশ ভোটার উপস্থিতি, বড় জয় নাসিমের

ফেনী প্রতিনিধি

ফেনী-১ আসনে ৫৩ শতাংশ ভোটার উপস্থিতি, বড় জয় নাসিমের

উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে ফেনীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফেনী-১ আসনে তিনটি উপজেলায় গড়ে ৫২ দশমিক ৮০ শতাংশ ভোট পড়েছে। ফেনী-১ আসনে জনগণের রায়ে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ১ লাখ ৮২ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ফেনী-১ আসনের পরশুরাম উপজেলা কেন্দ্রে ৫৮ শতাংশ, ছাগলনাইয়াতে ৪৮ দশমিক ৮০ শতাংশ, ফুলগাজীতে ৫১ দশমিক ৬১ শতাংশ ভোট পড়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল। তিনি পেয়েছেন ৪ হাজার ১৯৫ ভোট। ফেনী-১ আসনে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ছিলেন। মনোনয়ন পাওয়ার পর তিনি ভোর থেকে রাত অবধি গণসংযোগ করে ভোটারদের মন জয় করে নিয়েছেন বলে ভোটাররা জানান। ভোটাররা বলেন, নাসিমের ব্যবহার ও আচরণে তারা মুগ্ধ। রেকর্ড উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণের দুয়ারে ভোট প্রার্থনা করেছেন। অতীতে ফেনীবাসীর কাছে এভাবে কোনো প্রার্থী যাননি বলে জানান তারা। তাই তারা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে তাদের নেতা বেছে নিতে দলে দলে এসেছেন ভোট কেন্দ্র। ভোট দিয়ে তাকে বিজয়ী করতে দৃঢ়প্রতিজ্ঞ ভোটাররা।

ফেনী-১ আসনের ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে সরব উপস্থিতি ছিল ভোটারদের। সকাল ৮টায় ফুলগাজী উপজেলার বন্দুয়া কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের বিশাল লাইন। সকাল ১০টায় ছাগলনাইয়া উপজেলার জয়পুর কেন্দ্রে গিয়েও দেখা যায় ভোটাররা লাইন ধরে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। ভোটাররা জানান, এ আসনে এর চেয়ে বেশি ভোটার অতীতে কখনো দেখা যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর