সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাজধানীতে তিন ভোট কেন্দ্রের বাইরে বোমাবাজি

নিজস্ব প্রতিবেদক

ভোট শুরুর আগে এবং ভোট চলার সময় রাজধানী ঢাকায় তিনটি কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিশু, পুলিশ ও আনসার সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল সকালে সায়েদাবাদের করাতিটোলা সিএমএস মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ট্রাফিক পুলিশ পরিদর্শক আনন্দ চন্দ্র ও আনসার সদস্য মোহাম্মদ অন্তর আহত হয়েছেন। এ ছাড়া দুপুরে হাজারীবাগের বটতলা জামেয়া আনওয়ারুল উলুম মাদরাসার সামনে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ চারজন আহত হয়েছে। আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আমির হোসেন, বাদল আহমেদ, তার ছেলে তানভির আহমেদ এবং মাকসুদা বেগম। আহত আমির হোসেন জানান, তাদের বাসা হাজারীবাগ বটতলা এলাকায়। ভোট দিয়ে তিনি কেন্দ্র থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে তার দুই পায়ে এসে স্পিøন্টার আঘাত লাগে।

 তার ধারণা, রাস্তার পাশের কোনো একটি ভবনের ছাদ থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়।

এদিকে সকালে খিলক্ষেতে অন্বেষণ স্কুল কেন্দ্রের বাইরে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর