মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
বরিশাল

১২ হাজার ৩০০ ভোট বাতিল, প্রদান ৪১.১০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন কারণে ১২ হাজার ৩০০ ভোট বাতিল হয়েছে। এই ভোটগুলো প্রার্থীর জয়ে কোনো ভূমিকা রাখতে পারেনি। জেলার ছয়টি আসনে গড়ে ভোট প্রদানের হার ৪১.১০ ভাগ। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মোট ভোটার ৩ লাখ ৪ হাজার ৩০৪ জন। এর মধ্যে ভোট জমা পড়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৪টি। বিভিন্ন কারণে ১ হাজার ৯১৭ ভোট বাতিল হয়েছে। জেলার ছয়টি আসনের মধ্যে সর্বাধিক ১ লাখ ৭৬ ৭৭৭ হাজার ভোট পেয়ে এই আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবুল হাসানাত আবদুল্লাহ। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ২৪২ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৫৭ হাজার ৩৬১টি। বাতিল হয়েছে ২ হাজার ৫৮ ভোট। ভোট প্রদানের হার ছিল ৪৪.০৮ ভাগ। ১ লাখ ২১ হাজার ৩৭৫ ভোট পেয়ে এ আসনে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ১২৬ জন। বাক্সে ভোট পড়েছে ৯৬ হাজার ৯১টি। বাতিল হয়েছে ১ হাজার ৩৯৬ ভোট। ভোট প্রদানের হার ৩৪.৩৬ ভাগ। এই আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ৫১ হাজার ৮১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ২২৭ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৬টি। এর মধ্যে ৩ হাজার ১৭৩ ভোট বাতিল হয়েছে। ভোট প্রদানের হার ৪৩.৯৮ ভাগ। ১ লাখ ৬১ হাজার ৪৬৯টি ভোট পেয়ে এখানে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ নির্বাচিত হয়েছেন।

বরিশাল-৫ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৩৫ হাজার ৯৮৯টি। বাতিল হয়েছে ২ হাজার ১৫ ভোট। এখানে ভোট প্রদানের হার জেলার সর্বনিম্ন ২৯.৮৮ ভাগ। ৯৭ হাজার ৭০৬ ভোট পেয়ে এই আসনে আওয়ামী লীগের জাহিদ ফারুক নির্বাচিত হয়েছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ৫১২ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৩টি। বাতিল হয়েছে ১ হাজার ৭৪৭ ভোট। ভোট প্রদানের হার ৩৮.৫৬ ভাগ। ৬০ হাজার ১০৯ ভোট পেয়ে এই আসনে আওয়ামী লীগের আবদুল হাফিজ মল্লিক নির্বাচিত হয়েছেন।

 

সর্বশেষ খবর