মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গাড়ি চালানোর আড়ালে হেরোইন ব্যবসায়ী তিনি

দেড় কেজিসহ গ্রেফতার আশুলিয়ায়

নিজস্ব প্রতিবেদক

পেশায় গাড়িচালক। দীর্ঘদিন যাত্রীবাহী বাস চালাচ্ছেন। তবে গাড়ি চালনার আড়ালে মাদক পরিবহন করে আসছিলেন তিনি। কেবল পরিবহন নয়, নিজেও মাদক ব্যবসা করতেন। আর তা ভয়ংকর ড্রাগ ‘হেরোইন’। সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকাসহ আশপাশের কিছু বড় ব্যবসায়ীই ছিল তার ক্রেতা। এতদিন আইন প্রয়োগকারী সংস্থার নজরদারির বাইরেই থেকে গিয়েছিলেন। এবার আর শেষরক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি দল ঢাকার আশুলিয়া-শ্রীপুর থেকে গতকাল বেলা দেড়টার দিকে দেড় কেজি হেরোইনসহ শওকত আলীকে হাতেনাতে গ্রেফতার করে। র‌্যাব-৪-এর অধিনায়ক লে. কর্নেল আবদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শওকত দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চালান। গাড়ি চালনার আড়ালে নিয়মিত মাদক পরিবহন করে আসছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে। তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টির ছায়া তদন্ত করছে র‌্যাব। ভয়ংকর এ ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শওকতের দেওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি বেশ কিছুদিন ধরেই লোকচক্ষুর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করতেন। সেগুলো ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের সরবরাহ করে আসছিলেন। জানা গেছে, শওকতের বাবার নাম মেজবাউল বিকু। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ময়াপুকুর, গোবরাতলায়।

সর্বশেষ খবর