মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না : নুরুল হক

নিজস্ব প্রতিবেদক

সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না : নুরুল হক

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের পর আন্দোলন হয়নি। বিএনপিসহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানাব দলমতনির্বিশেষে সরকার পতনের ধারাবাহিক কর্মসূচি দিয়ে মাঠে থাকার। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র হত্যায় একতরফা প্রহসনের ভোটের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি শেষে সমাবেশে তিনি এ কথা বলেন। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না জানিয়ে নূর বলেন, দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ এ নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের নেতারা ভোটের হার নিয়ে মিথ্যাচার করছেন। তিনি বলেন, এ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, কারা প্রার্থী ছিলেন এসব নিয়ে আলোচনা করার আর প্রয়োজন আছে বলে মনে করি না। তর্কের খাতিরে ধরে নিলাম ৪০ শতাংশ ভোট পড়েছে, তার পরও তো দেশের ৬০ ভাগ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেস ক্লাব, পুরানা পল্টন, বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।

সর্বশেষ খবর