মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি গণফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক

গণফ্রন্টের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগ নতুন করে ক্ষমতা গ্রহণের পর আশা করব সব দুর্নীতিবাজকে আইনের আওতায় আনবে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। জাকির হোসেন বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অতীতের অনেক ভোটের চেয়ে শান্তিপূর্ণ হওয়ায় নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মহলকে ধন্যবাদ। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ অনেক বিতর্কিতদের মনোনয়ন দেয়নি। আবার অনেক দুর্নীতিবাজ ভোটে পরাজিত হয়েছে। আশা করব আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আগামীর সরকার সব দুর্নীতিবাজের বিরুদ্ধে অবস্থান নেবে।

সর্বশেষ খবর