মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দাম বেড়েছে নিত্যপণ্যের

নিজস্ব প্রতিবেদক

দাম বেড়েছে নিত্যপণ্যের

নির্বাচন কেন্দ্র করে দাম বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের। আগে থেকেই নিত্যপণ্যের দাম বেশি থাকায় নির্বাচন কেন্দ্র করে আবারও দাম বাড়ায় নাভিশ্বাস আরও বেড়েছে ক্রেতাদের। এক দিনের ব্যবধানে রাজধানীতে সবজির দাম হয়েছে দ্বিগুণ। মাছ-মাংস, ডিমসহ অনেক পণ্যের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচন কেন্দ্র করে হঠাৎ পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে কিছু পণ্যের। গতকাল রাজধানীর রায়েরবাগ ও মালিবাগ বাজারে এমন চিত্র দেখা যায়। রাজধানীর বিভিন্ন সবজির বাজারে দেখা যায়, শীতের শুরুতে ৩০ টাকা বিক্রি হওয়া প্রতি পিস ফুলকপি গতকাল বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়। ফুলকপির মতো ৫০-৬০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুন এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। প্রতি কেজি বিভিন্ন মানের শিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকায়, বাঁধাকপি ৫০ (প্রতিটি), লাউ ৮০ (প্রতিটি), মিষ্টিকুমড়া প্রতি কেজি ৫০ টাকা আর মুলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। দুই দিন আগে ৫০ টাকায় বিক্রি হওয়া লাল টমেটো গতকাল ৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া, পটোল প্রতি কেজি ৮০ টাকা, শসা ৭০, বরবটি ১২০, শালগম ৫০, করলা ৮০, কাঁচা টমেটো ৪০, আলু ৭০, গাজর ৬০ ও পেঁপে প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, শীতের শুরুতে সবজির দাম কম থাকলেও তফসিল ঘোষণার পর থেকে তা বাড়তে থাকে। তবে নির্বাচন কেন্দ্র করে হঠাৎ পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে কিছু পণ্যের। তাছাড়া নির্বাচনের কারণে অনেক কৃষক ভাবছেন, নির্বাচনের পরই ফসল তুলে বিক্রি করবেন। সবকিছু মিলিয়ে বাজারে একটা প্রভাব পড়েছে। এদিকে সবজির মতো ডিম ও মাংসের বাজারেও একই পরিস্থিতি দেখা গেছে। প্রতি কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। দুই দিন আগে ১৯০ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা। এ ছাড়া কেজিতে ৩০ টাকা বেড়ে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। মুরগির মতো দাম বেড়েছে ডিমের। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। কয়েকদিন আগেও যা বিক্রি হয়েছিল ১২০ টাকায়। মাছের বাজারে রুই, কাতলা ও পাঙাশসহ প্রায় সব ধরনের মাছের দামও বেড়েছে। বাজারে ২০০ টাকার নিচে কোনো মাছ মিলছে না। ভোক্তারা বলছেন, নির্বাচন ইস্যু বানিয়ে ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছেন। চাহিদার নামে মানুষের পকেট লুটে অতিরিক্ত মুনাফা করছেন তারা। রাজধানীর মালিবাগ বাজারে আসা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আবু মাহমুদ বলেন, শীতের মৌসুমে আগে কখনই এত দামে সবজি কিনিনি। বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতকালে সবজির দাম কম থাকবে এটা সবার জানা। কিন্তু বাজারে এসে দেখলাম সব ধরনের সবজির দাম বাড়তি। সবকিছুই প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। সামান্য অজুহাতে পণ্যের দাম বেড়ে যায়। কোনো একটা উপলক্ষ পেলেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। হঠাৎ করে এমন দাম বাড়ানো আমাদের মতো স্বল্প আয়ের মানুষের ওপর বিরূপ প্রভাব পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর