বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা ঢাকায় এনে বিক্রি করত তারা। দীর্ঘদিন ধরেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ফাঁকি দিয়ে কাজটি করে আসছিল। কখনো যাত্রীবাহী বাসে, কখনো ট্রাক কিংবা পিকআপ ভ্যানে। কখনো বা ট্রেনে করে। তবে এবার আর শেষরক্ষা হয়নি। এবার পিকআপ ভ্যানে করে ৩ হাজার পিস ইয়াবা ঢাকায় নিয়ে আসার পথে নুরুল আমিন ও ইসমাইল নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। জব্দ করা হয় ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও। মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

সর্বশেষ খবর