বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বসুন্ধরায় আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গার্মেন্ট মেশিনারি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য নিয়ে আজ শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী। দেশের আরএমজি খাতের সোর্সিং চাহিদা পূরণে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে আয়োজিত প্রদর্শনী ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে ২০টিরও বেশি দেশের ৩০০টি প্রতিষ্ঠান। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম এই বাণিজ্য প্রদর্শনীতে অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি বিশ্বের স্বনামধন্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার সুযোগ থাকবে। এই প্রদর্শনীতে আরএমজি সেক্টরের কাটিং, সেলাই, ফিনিশিং, অ্যামব্রয়ডারি মেশিনারিসহ বিভিন্ন ধরনের আনুষঙ্গিক পণ্য এক ছাদের নিচে নিয়ে প্রদর্শন করা হবে। আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, তৈরি পোশাক সরবরাহকারী হিসেবে বিশ্ববাজারে অন্যতম শীর্ষ অবস্থান সুসংহত করেছে বাংলাদেশ। এই অবস্থানকে সুসংহত করতে আয়োজিত প্রদর্শনীটি সেতুবন্ধ হিসেবে কাজ করবে।

সর্বশেষ খবর