শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস আজ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস আজ

দেশে উচ্চশিক্ষার অন্যতম প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আজ ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাধীনতার সমবয়সী এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ এবং সাংস্কৃতিক জাগরণে জাতির অন্যতম প্রতিভূ হিসেবে কাজ করছে। ১৯৭০ সালে ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ নামে দেশের প্রথম ও একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৭৩ সালে নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে জাবি প্রশাসন। সকাল সাড়ে ৯টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে সমাবেশ, ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টায় ছাত্র শিক্ষক কেন্দ্রে রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি ও সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর