শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বস্ত্র ও পাট খাতকে স্মার্ট করে গড়তে চান নানক

নিজস্ব প্রতিবেদক

বস্ত্র ও পাট খাতকে স্মার্ট করে গড়তে চান নানক

বস্ত্র ও পাটখাতকে ‘স্মার্ট’ করে গড়ে তুলতে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জোর দিচ্ছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে সৌজন্য সাক্ষাতে গেলে ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে কথা বলেন মন্ত্রী।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ সামনে রেখে পাট ও বস্ত্রখাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নের কাজ করতে হবে। দেশের বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাব।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর