শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জনগণের মতামত উপেক্ষা করে নির্বাচন করা হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের অধিকাংশ জনগণের মতামত উপেক্ষা করে বিতর্কিত নির্বাচন করা হয়েছে। দেশের মানুষ এ নির্বাচন বর্জন করেছে। প্রমাণিত হয়েছে এ সরকারের অধীনে দেশের মানুষ নির্বাচন চায় না। নতুন সরকার গঠনে জনগণের আশা-আকাক্সক্ষার কিছু নেই। গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্যালয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মুহাম্মদ ফয়সাল প্রমুখ। মাওলানা জালালুদ্দীন আরও বলেন, এ নির্বাচন করে দেশকে মহাসংকটের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

দেশের জনগণ ও অধিকাংশ দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চেয়েছিল। কিন্তু কারও কথায় কর্ণপাত না করে একতরফা নির্বাচন করেছে। এ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে সরকার ও দেশের জন্য কল্যাণকর হবে। মাওলানা জালালুদ্দীন সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকের দ্রুত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর