রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শিল্পকলায় চিত্রাঙ্গদা

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় চিত্রাঙ্গদা

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘চিত্রাঙ্গদা’ মঞ্চায়ন করেছে নাটকের সংগঠন স্বপ্নদল। নাট্যকার সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। নাটকে নারী অধিকারের বিষয়টি নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। নাটকের কাহিনিতে দেখা যায়, মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচার্যব্রত গ্রহণ করে মণিপুর বনে অসেন। মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে উদ্বেলিত হন। তবে, অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন ও যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। অর্জুন চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকে অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? অতঃপর চিত্রাঙ্গদার আত্মদ্বন্দ্ব আর নানা ঘটনার মধ্য দিয়ে এ সত্য উপলব্ধি করা যায় যে, বাইরের অবয়বের চেয়ে নারী-পুরুষের চারিত্রশক্তি বেশি মূল্যবান এবং এতেই প্রকৃতপক্ষে আত্মার স্থায়ী পরিচয়।

পাশাপাশি এতে নারী-পুরুষের সম্মানজনক সহাবস্থান এবং এক্ষেত্রে পুরুষের প্রচলিত দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত অভিনয় শিল্পীরা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর